নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাংলার সর্বত্র | এবার বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের প্রচার গড়িতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে|জানা গেছে, বেহালা পশ্চিমের ১১৮ নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের কাছে বিজেপি কর্মীরা ডিজিটাল মিডিয়ার গাড়ি নিয়ে প্রচার চালাচ্ছিল | ঠিক সেই সময় অভিযোগ উঠেছে কিছু তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাধা দেওয়ার|এরপর বিজেপির মণ্ডল সভাপতি দীপঙ্কর বণিক ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে এবং ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ | বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের মণ্ডল সভাপতিকে মারধর করে| সেই অভিযোগে বিজেপির পক্ষ থেকে বেশ কিছুক্ষণ বেহালা থানার সামনে বিক্ষোভ দেখান কর্মী -সমর্থকরা | এমনকি থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা | এই ঘটনার বিষয়ে ১১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তারক সিং মহাশয় এর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন,এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ | তিনি জানান ওই ডিজিটাল মিডিয়ার গাড়িটি একটি দোকানের সামনে ছিল সেটিকে সরাতে বলা হয় এরপর সেখানে মণ্ডল সভাপতি উপস্থিত হলে সামান্য ধাক্কাধাক্কি হয়,মারধরের কোনও ঘটনা ঘটেনি | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |