Breaking News

বিজেপির প্রার্থী তালিকা ঘিরে নদীয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ,রানাঘাট উত্তর-পূর্বে প্রার্থী বদলের দাবিতে রেল অবরোধ বিজেপি কর্মীদের

রজত সেন, নদীয়া :- বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের জের অব্যাহত | বিক্ষোভের জেরে নদীয়ার বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ | এমনকি প্রার্থী বদলের দাবিতে রেল অবরোধও করলেন বিজেপি কর্মীরা | রানাঘাট উত্তর-পূর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে নিয়ে দলের অন্দরে মাথাচাড়া দিয়েছে ক্ষোভ | অসীম বিশ্বাসকে পরিবর্তনের দাবি তুলে রেল অবরোধ | শনিবার শিয়ালদহ-গেদে মেন শাখার পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা |

যাত্রীরা নেমে এসে বাধা দেওয়ায় ৫ মিনিট পর অবরোধ উঠে যায়|অন্যদিকে নদীয়ার চাকদায় বিজেপির প্রার্থী করা হয়েছে বাম আমলের পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষকে | বিজেপির জন্মলগ্ন থেকে যাঁরা দল করছেন, তাঁদের টিকিট না দিয়ে হরিণঘাটা থেকে এসে কীভাবে তিনি বিধানসভার টিকিট পেলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা | দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ | যদিও ‘বহিরাগত’ প্রসঙ্গে প্রার্থী বঙ্কিম ঘোষের বক্তব্য, বিজেপি একটি গণতান্ত্রিক দল | গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সকলেই আবেদন করতে পারেন | এদিকে, বঙ্কিম ঘোষকে প্রার্থী করায় ক্ষোভে পদত্যাগ করেছেন জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষ | প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে বিশ্বজিৎ ঘোষের স্পষ্ট বক্তব্য, “তিনি আর বিজেপির কোনও পদে থাকতে চান না | আগামী দিনে বিজেপি করবেন কিনা, সেটাও ভেবে দেখবেন |” শুধু বিশ্বজিৎ ঘোষ নন, জেলা সভাপতিকে ইস্তফা পাঠিয়েছেন আরও ১৭ জন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *