অভিষেক সাহা, মালদহ:- নির্বাচনের আগে দলত্যাগের পালা অব্যাহত | ভূমিপূত্র না পেয়ে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মালদহের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা | নির্বাচনের আগে ফের তৃণমূল ছাত্র পরিষদে ভাঙ্গন ধরালো বিজেপি | শনিবার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক এর হাত ধরে প্রায় ৩০ জন ছাত্র নেতা চাঁচল এর বিজেপির কার্যালয়ে চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন | যদিও এই যোগদান কর্মসূচিকে ভুয়ো বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের জেলার সম্পাদক বাবু সরকারের | প্রসঙ্গত,কিছুদিন আগেই চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গেরুয়া শিবিরে যোগদান করেন | এর পরেই তৃণমূলের ছাত্র পরিষদের সুর বদলান বেশ কিছু ছাত্র নেতা |
তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সম্পাদক বুবাই সাহা জানান, ভূমিপুত্র না পেয়ে আমরা বিজেপিতে যোগদান করলাম | তাঁর আরও অভিযোগ ওই দলে আমাদেরকে ঠিক মতন মান্যতা দেওয়া হতো না,যার কারণেই আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম | যদিও এই যোগদানকে উড়িয়ে দিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার বলেন, তৃণমূলের অনেক বিধায়ক, মন্ত্রী রয়েছেন তারা এবার টিকিট পাননি | অনেকেই টিকিট পাওয়ার লোভে দল ছেড়ে পালিয়ে গিয়েছে বিজেপিতে তাদেরই অনুগামী হচ্ছে বুবাই | এ ব্যাপারে চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর দাম বলেন, আজকে এই যোগদানের ফলে চাঁচল তৃণমূল ছাত্র পরিষদের ভিত নড়বড় হলো | আগামীতে আরও তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে বলেও জানান তিনি |