Breaking News

প্রচারে গিয়ে ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ভগবানপুরের চারবারের বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীদের

সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:– বিধানসভা নির্বাচনের মুখে এখন দলীয় প্রার্থীদের প্রচার চলছে জোরকদমে | এবার প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি |

জানা গেছে,শনিবার ভগবানপুর ২ ব্লকের বরোজ অঞ্চলে নির্বাচনের প্রচার করতে যাওয়ার সময় গো-ব্যাক স্লোগান শুনতে হল ভগবানপুর বিধানসভার চারবারের জয়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতিকে | এমনকি ‘গো-ব্যাক’ স্লোগান দিয়ে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল বরোজ অঞ্চলের বিজেপি সমর্থকরা বলে অভিযোগ | ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায় | বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে বোধ করেন তৃণমূল প্রার্থী অর্ধেন্দুশেখর মাইতি |

এলাকার মানুষের অভিযোগ,কুড়ি বছর বিধায়ক পদে থেকে এলাকার উন্নয়ন কিছু করেননি,রাস্তাঘাট সম্প্রসারণ হয়নি | পঞ্চমবার ভোট চাইতে এসে ক্ষুব্ধ জনতা রাস্তা আটকে বিক্ষোভ দেখায় | ঘটনায় বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকে | পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *