প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- রবিবাসরীয় প্রচারে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রেই ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের অধুনা বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে | ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বাঁকড়ায় | এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় | জানা গেছে, রবিবারের সকালে প্রচারে বেরিয়েছিলেন রাজীব বন্দোপাধ্যায় |
অভিযোগ, প্রচার যখন প্রায় শেষের দিকে, তখন তৃণমূলের কর্মী সমর্থকরা রাজীব বন্দোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে শুরু করেন বলে অভিযোগ | একইসঙ্গে মিছিল আটকানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগ | সেই স্লোগানের পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা | এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় | পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী |
লাঠিচার্জের জেরে আহত হন বিজেপি-তৃণমূলের বেশ কিছু কর্মী| যদিও, ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে | এই ঘটনায় রাজীব বলেন, ‘যারা দেউলিয়া হয়ে গিয়েছে তারা এমন রাজনীতি করে | সাধারণ মানুষ এই হামলা সমর্থন করে না |”