Breaking News

নির্বাচন কমিশনের নির্দেশের পরই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ইস্তফা ফিরহাদের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুর প্রশাসক পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা চলবে না | শনিবারই রাতেই এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন | সেই মতো কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম |শনিবার গভীর রাতে পুরসচিব খলিল আহমেদের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি |

রবিবার সকালেই অতীন ঘোষ, দেবাশিস কুমাররাও পদত্যাগ করেছেন | বিজেপির অভিযোগের জেরে শনিবার রাতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, ২ মে পর্যন্ত কোনও পুরসভায় রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসক থাকতে পারবেন না |ভোটের মুখে এদিন সমস্ত পুরপ্রশাসককে সরানোর নির্দেশ জারি করল কমিশন| সোমবার সকাল ১০টার মধ্যে প্রশাসকদের সরিয়ে পুরসভার দায়িত্ব নিতে হবে মুখ্যসচিবকে | শুধু তাই নয়, ৩ সদস্যের কমিটি গঠন করে দায়িত্ব বন্টনের প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে | সোমবার সকাল ১১টার মধ্যে তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল | কিন্তু তার আগেই নিজেদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পুর প্রশাসকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *