Breaking News

১০ বছরের উন্নয়নকে হাতিয়ার করে ডেবরায় প্রচারে হুমায়ুন কবীর,ভারতী ঘোষকে প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছেন না তৃণমূল প্রার্থী

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- রবিবাসরীয় ভোট প্রচার ডেবরায় এ টক্কর দুই প্রাক্তন আইপিএস প্রার্থী হুমায়ুন কবীর এবং ভারতী ঘোষের | পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীর নিজের জন্মস্থান বলে নিজেকে ভুমিপুত্র বলে দাবি করছেন যদিও দীর্ঘদিন কর্মসূত্রে বাইরে কাটিয়েছেন তিনি | অন্যদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন কর্মসূত্রে তিনিও নিজেকে ভুমিকন্যা বলেই দাবি করছেন | তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীর অবশ্য ভারতী ঘোষকে কোনও প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না|

যদিও গত লোকসভার ভোটের নিরিক্ষে ডেবরা বিধানসভা কিন্তু বিজেপি যথেষ্ট এগিয়ে ছিল | দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা ডেবরা বিধানসভা কেন্দ্র ২০১১ সালের পর তৃণমূলের দখলে আসে | সকাল থেকেই এই দুই আইপিএস অফিসারদের প্রচার করতে দেখা যায় বিধানসভার বিভিন্ন এলাকাতে | একদিকে যেমন তৃণমূলের ১০ বছরের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার সারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির অপরদিকে তৃণমূলের কাটমানি ও নানা দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচার করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ | এখন দেখার সাধারণ মানুষ এই বিধানসভার ভোটে কাকে বেছে নেন তার জন্যে অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *