Breaking News

উত্তপ্ত ভাঙড়ের বোদরা সাপা গ্রাম, আইএসএফ কর্মীর বাড়িতে ‘আগুন’ লাগানোর অভিযোগ তৃণমূলের দিকে,আহত এক আইএসএফ কর্মী, অভিযোগ অস্বীকার তৃণমূলের

নিজেস্ব সংবাদদাতা :- নির্বাচন এগিয়ে আসতে রাজনৈতিক হিংসার ঘটনা ক্রমশ বাড়ছে | রাজনৈতিক হিংসার ঘটনায় ফের উত্তপ্ত হল ভাঙড় | এবার ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় এক আইএসএফ কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে | এমনকি তাঁকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে | এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হল ভাঙড়ের বোদরা সাপা গ্রাম | জানা গেছে,রবিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকির সভা ছিল |

সেই সভাতেই গিয়েছিলেন অজিত মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা | রবিবার রাতেই তৃণমূলের কর্মীরা কেরোসিন তেল ঢেলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেয় বলে অভিযোগ | প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন | তবে জানা গেছে, বাড়ি পুরো পুড়ে ছাই হয়ে গেছে| এমনকি এই ঘটনার পর থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে অজিত মোল্লার ওপর তৃণমূল কর্মীরা হামলা করে বলেও অভিযোগ |আহত অজিত মোল্লাকে প্রথমে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় | তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় |এই ঘটনায় এখনও পর্যন্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ |
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *