প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল কংগ্রেস, বিজেপির ইস্তাহার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে| এবার প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার | সোমবার কলকাতার বিধানভবনে কংগ্রেসের তরফে ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী | বিধানচন্দ্র রায় যেভাবে বাংলা গড়েছিলেন, সেই পথেই চলতে চায় তারা | ইস্তেহার প্রকাশের পর তিনি তাঁদের প্রতিশ্রুতির আটটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেন |এদিন ইস্তেহার প্রকাশের পর অধীর চৌধুরী জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে কংগ্রেস এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে | মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করবে | বাংলার বাসিন্দাদের সামাজিক সুরক্ষা দেওয়া হবে |
শিল্পের প্রসার ঘটানো হবে ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে | কৃষকদের উন্নয়ন করা করা হবে | রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতির মান উন্নত করা হবে| পাশাপাশি দান খয়রাতির রাজনীতি বন্ধ করা হবে | আর পশ্চিমবঙ্গে উন্নয়নের পরিস্থিতিকে স্থিতিশীল করা হবে | সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে কংগ্রেসকে আরও পরামর্শ দিতে পারে সেই কারণে একটি পোর্টালও করা হয়েছে বলে এদিন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | তাঁর আশা, এবার রাজ্যে পরিবর্তন হবেই | এবারের বিধানসভা ভোটে কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ জোটবদ্ধ ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে | আসন ভাগাভাগির পর কংগ্রেস ৯২টি আসন পেয়েছে | রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে বাকি আসনগুলি বামফ্রন্ট এবং আইএসএফকে দেওয়া হয়েছে|