Breaking News

কলকাতার নারকেলডাঙার গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ড,দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মহানগরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা | সোমবার বিকেলে আগুন লাগে নারকেলডাঙা এলাকার একটি গেঞ্জি কারখানায় | খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৬ টি ইঞ্জিন | দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে | যদিও অগ্নিকাণ্ডের জেরে একজন আহত হয়েছেন বলে খবর | সূত্রের খবর, ১০৭ নম্বর নর্থ নারকেলডাঙা রোডে এ দিন একটি হোশিয়ারি কারখানায় আগুন লাগে | দমকলের ৬ টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয় আগুনের ভয়াবহতা দেখে | ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল|মোট ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে | প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে | কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল সেখানে? দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে | কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে | তবে গেঞ্জি কারখানায় মজুত থাকা জিনিসপত্রের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে | তবে আগুনের জেরে একজন আহত হন | প্রসঙ্গত, কদিন আগেই স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন লাগে | বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয় ৪ দমকল কর্মী, এএসআই সহ মোট ৯ জনের | সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *