Breaking News

তৃণমূল-আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর, ১ তৃণমূলকর্মী নিহত, আহত অন্তত ১০, ছয় আইএসএফ কর্মী গ্রেফতার

বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- ভোটের দিন দুয়েক আগেই দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ | এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুরের বেলেগাছি | তৃণমূলের অভিযোগ,বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন তাঁদের কর্মী সমর্থকেরা|তৃণমূল কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ করে সংযুক্ত মোর্চার কর্মী-সদস্যরা বলে অভিযোগ | যাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভরতি থাকা রাহুল আমিন মিদ্দার মৃত্যু হয় | শাসকদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে সংযুক্ত মোর্চা |

তাদের তরফে জানানো হয়, বুধবার সাজাহান সর্দারের বাড়িতে দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন বারুইপুরের সিপিএম প্রার্থী স্বপন নস্কর | মিটিং থেকে ফেরার সময় তাঁদের উপরই হামলা করে শাসকদলের কর্মী-সমর্থকরা বলে অভিযোগ | ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে দাবি | পাল্টা সংযুক্ত মোর্চার তরফে দাবি করা হয়েছে, তাদের ৩ কর্মী নিখোঁজ| অন্যদিকে তৃণমূলকর্মীর মৃত্যু খবর আসতেই এলাকায় উত্তেজনা বাড়ে | শুরু হয় একের পর এক বাড়ি ভাঙচুর| পুলিশ গিয়ে কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | এখনও পর্যন্ত ৬ আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা | পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল চলছে এলাকা জুড়ে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *