নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ভোটের বাংলায় উত্তপ্ত টিটাগড় | গুলিবিদ্ধ বিজেপি নেতা মণীশ শুক্লা ঘনিষ্ঠ বলে জানা গেছে | এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধেয় টিটাগড় বাজারে বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিল ছিল | সেই মিছিল থেকে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে| ভরসন্ধে বেলা বাজারে পাঁচ রাউন্ড গুলি চলে বলে খবর | বিজেপি কর্মীর বুকে গুলি লাগে | স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যান | পরে অবস্থার অবনতি হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেফার করা হয় তাঁকে | জানা গেছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম মধু রাও | তিনি টিটাগড়ের বউ বাজারে তাঁর নিজের দোকান রয়েছে | ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা জানান, রাজ চক্রবর্তীর মিছিল চলাকালীন মধু রাওয়ের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা| মিছিল শেষে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ | ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “মণীশ শুক্লার ঘনিষ্ঠ ছিল মধু রাও | তাই তৃণমূল ওকে সরিয়ে দিতে চাইছে | আসলে তৃণমূল অস্বিত্বহীনতায় ভুগছে|” যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ |