সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- ভোটমুখী বাংলায় ফের বোমা ফেটে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডালের জামবাদ বেনেডি এলাকায়| বুধবার রাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় জামবাদ এলাকার বাসিন্দা শরবন সাউ এর | অণ্ডাল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জামবাদ বেনেডি এলাকায় রাতে বোমা বাঁধছিল স্থানীয় দুষ্কৃতীরা | গভীর রাতে বোমা বাঁধার সময়ই তা ফেটে জখম হন ওই যুবক-সহ তিনজন |
রাতেই তাঁদের রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় শরবনের | অভিযোগ, মৃত্যুর পর আহতরা হাসপাতাল থেকে নিখোঁজ। তাদের পরিচয়ও পাওয়া যায়নি| এই বিস্ফোরণে আরও কয়েকজন জখম হয়েছেন বলে সন্দেহ প্রতিবেশীদের | তাঁদের দাবি, আরও কয়েকজনরে মৃত্যুও হতে পারে| যে ঘরে বসে বোমা |বাঁধার কাজ হচ্ছিল বিস্ফোরণে সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে | মৃত যুবক তৃণমূলের কর্মী বলে দাবি বিজেপির | এই ঘটনায় পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি টুইট করে কড়া ভাষায় তোপ দেগেছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে |
তিনি দাবি করেছেন, “আমাকে খুনের জন্যই এই বোমা বাঁধা হচ্ছিল | পাণ্ডবেশ্বরে বুকে বসে চক্রান্ত করছিল দুষ্কৃতীরা | সেইসময়ই বোমা ফেটে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে | রাজ্য সরকারকে অনুরোধ করব এই বোমা-গুলির রাজনীতি বন্ধ করতে|” অভিযোগ সম্পর্কে পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই |পাণ্ডবেশ্বরের মানুষ জানে কার সঙ্গে দুষ্কৃতী, মাফিয়ারা আছে | ওকে একটু সংযত থাকতে পরামর্শ দেব|” উত্তেজনা ছড়িয়েছে পাণ্ডবেশ্বরে | ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ |