দেবরীনা মণ্ডল সাহা :-প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেল রাজ্য | চাকরিপ্রার্থীদের একাংশের করা মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত | তার বদলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত | যার ফলে শিক্ষক নিয়োগে আর বাধা রইল না প্রাথমিক শিক্ষা পর্ষদের | ভোটের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাতালিকায় দুর্নীতির অভিযোগে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট | সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার | তারপর সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ | ভোটের মুখে যার ফলে স্বস্তি পায় রাজ্য সরকার | আদালত জানিয়ে দেয়, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে | কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে |
এবার সেই মামলাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট | হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখা নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে | প্রসঙ্গত, রাজ্যে প্রায় সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ| তারপরই আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ | এবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল চাকরিপ্রার্থীদের আর্জি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট | এর ফলে ওই নিয়োগে আর কোনও বাধা রইল না | কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট |