প্রসেনজিৎ ধর :- বিধানসভা ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে পুলিশ-প্রশাসনে ফের রদবদল | নির্বাচন কমিশনের তরফে সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলির কথা জানিয়েছেন| বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে | প্রথম দফা ভোটের আগে ৫ জনকে বদলি করা হল | বদলি হলেন এডিজি, পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং, তাঁর বদলে নতুন পদে এলেন আইপিএস ডক্টর রাজেশ কুমার | সরানো হল ডিইও, ঝাড়গ্রাম আয়েশা রানি, নতুন পদে জয়শী দাশগুপ্ত | ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন এসপি অরিজিৎ সিনহা | এসপি, কোচবিহার কে.কান্নানের বদলে নতুন পুলিশ সুপার হলেন দেবাশিস ধর | ডিসি, সাউথ সুধীর নীলকান্তকে সরিয়ে আনা হল আইপিএস আকাশ মেঘারিয়াকে |এই রদবদল নিয়ে বৃহস্পতিবার দুপুরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | বিজেপির কথায় কমিশন এসব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তুলে তাঁর বক্তব্য, ”অফিসার বদলি করে লাভ নেই | যাঁদের বদলি করা হচ্ছে এবং যাঁরা আসছেন, তাঁরা সবাই আমাদের লোক |”