দেবরীনা মণ্ডল সাহা :- প্রার্থী এক,যার বিয়ে দুই | কিন্তু দ্বিতীয় বিয়ের কথা হলফনামায় ‘গোপন’ করায় প্রার্থীপদ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূল প্রার্থীর | ডির্ভোসের মামলা চলাকালীন দ্বিতীয় বিয়ের অভিযোগ। এবার খেজুরির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ প্রথম পক্ষের স্ত্রী | অভিযোগ, হলফনামায় দ্বিতীয় বিবাহের কথা জানাননি তাঁর স্বামী | এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির | জানা গেছে,পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম দাস| তাঁর স্ত্রী লিপিকা দাসের দাবি, তাঁদের দু’জনের মধ্যে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছিল |
কিন্তু, এর মধ্যেই তিনি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন, এবং সেই তথ্য নিজের হলফনামায় পার্থ জানাননি বলে দাবি লিপিকার | এই অভিযোগ তুলেই হাইকোর্টে মামলা করেছেন লিপিকা | প্রসঙ্গত,এর আগে লিপিকা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন | কিন্তু তাতে সুরাহা না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন | লিপিকাদেবীর দাবি, শুধু দ্বিতীয় বিবাহই নয়, এছাড়াও একাধিক তথ্য হলফনামায় গোপন করেছেন পার্থপ্রতিম| সম্পত্তির সঠিক তথ্য দেননি বলেও অভিযোগ | ভোটের মুখে এই ঘটনা বিড়ম্বনায় ফেলেছে প্রার্থীকেও |