অভিষেক সাহা, মালদহ :- অভিযুক্তদের ধরতে গিয়ে দুর্ঘটনার বলি ৩ সিভিক ভলান্টিয়র,গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন | বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর | বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়িটি | জানা গেছে,বৃহস্পতিবার গভীর রাতে জালালপুরে করেক জন আসামীকে ধরতে যায় কলিয়াচক থানার পুলিশ | আইসির নেতৃত্বে ৩টি গাড়ি ওই অভিযানে সামিল হয় | একটি গাড়িতে ছিল ৬-৭ জন সিভিক ভলান্টিয়ার | জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ডাঙ্গা গ্রামে সিভিক ভলান্টিয়ারদের গাড়িটি উল্টে যায় | রাতেই আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় | মৃত্যু হয় ৩ সিভিক ভলান্টিয়ারের | নিহত ৩ সিভিক ভলান্টিয়ারের নাম প্রদীপ মণ্ডল, রাজা সেখ ও ওয়াহেদুর সেখ |
কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি | পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে | খতিয়ে দেখা হচ্ছে গাড়ির গতি কত ছিল | গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না তাও দেখা হচ্ছে |