Breaking News

একে অপরের দিকে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল এবং বিজেপি,সংঘর্ষে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ, উত্তপ্ত কোচবিহার

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- নির্বাচনের আগে জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা | বৃহস্পতিবার রাত্রে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই বিধানসভার ভেটাগুড়ি এলাকা | একে অপরের দিকে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি | সংঘর্ষে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ উঠেছে | তবে হামলার অভিযোগ এখনও কেউ গ্রেফতার হয়নি | জানা গেছে,কোচবিহারের সিতাই বিধানসভার ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ফুটানি বাজার এলাকায় ২ রাজনৈতিক দলের সংঘর্ষ শুরু হয় | বিজেপির অভিযোগ, তাদের ২২ এবং ২৩ মণ্ডল এলাকার যুব মোর্চার সাধারণ সম্পাদক নয়ন বর্মনের বাড়িতে হামলা চালানো হয় | এমনকি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির | স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ এই হামলার পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের হাত রয়েছে | তাঁদের মদতেই বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ | তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি কর্মীরাই আগে স্থানীয় ৩ তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালায় | এমনকি সেই হামলায় ২ জন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের | তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা | বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরি করা চেষ্টা করছে বলেও অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে | একে অপরের বিরুদ্ধে তির-ধনুক নিয়ে হামলার অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি | সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ | পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাত থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *