Breaking News

আমি ২ লক্ষ ভোটের কাছাকাছি জিতব,মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আত্মবিশ্বাসী মুকুল রায়,আদিবাসী নাচ, বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা মুকুলের

রজত সেন, নদিয়া :- ” আমি ২ লক্ষ ভোটের কাছাকাছি জিতব|” শুক্রবার মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে এমনই আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল মুকুল রায়ের গলায় | ২০ বছর পর ভোটের ময়দানে মুকুল | তবে এই দীর্ঘ ব্যবধানকে খুব একটা আমল দিতে চাইছেন না বিজেপির এই সর্বভারতীয় স্তরের নেতা | বরং আত্মবিশ্বাসী মুকুল বলছেন, এত বছর পর বাংলায় আক্ষরিক অর্থে নির্বাচন হবে | আর তাতে বিজেপিই জয়ী হবে |
শুক্রবার কৃষ্ণনগর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন কৃষ্ণনগর উত্তরের প্রার্থী মুকুল রায় |

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্বে তাঁর সঙ্গী হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | শুক্রবার কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান তিনি |

সামনে পিছনে প্রচুর ঢাকি, রণপা, পুতুল নাচ, আদিবাসী নৃত্য, গানের দল একেবারের উৎসবের আবহ কৃষ্ণনগরে| নাম ঘোষণার পর চুটিয়ে প্রচার করছেন মুকুল রায় | প্রসঙ্গত এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী কোশানি | গেরুয়া শিবিরের প্রত্যাশা, বিধানসভা ভোটে এই আসন তাদের ঘরেই আসবে | কে শেষ হাসি হাসবে তার জন্যে অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *