Breaking News

ভোটের আগেই শক্তি বৃদ্ধি শাসক দলের,পূর্ব মেদিনীপুরের তমলুকে সুশীল সমাজের বিশিষ্টজনদের বিজেপি থেকে তৃণমূলে যোগদান

সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- আগামীকাল থেকে শুরু প্রথম দফার নির্বাচন | তার আগেও রাজনৈতিক দলগুলোর চলছে দলবদল | নির্বাচনের আগেই শক্তি বৃদ্ধি শাসক দলের | আর প্রথম দফার নির্বাচনের আগে ঘর ভাঙল বিজেপির | শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তৃণমূলের জেলা কার্যালয়ে অধ্যাপক মনিশঙ্কর মাইতি, তারিণী শঙ্কর মাইতি সহ একাধিক সুশীল সমাজের বিশিষ্টজনেরা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন |

এদিন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন | এদিন তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র জানান,তমলুকের এই সমস্ত সুশীল সমাজের মানুষের হাত ধরে প্রায় ১০০ জন আজ তৃণমূলে যোগ দিলেন | তাঁদের এই যোগদান দলে শক্তি বাড়াবে বলে জানান সৌমেন মহাপাত্র|

মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা দলের হয়ে কাজ করতে চান বলে জানান দলে যোগ দেওয়া বিশিষ্টজনেরা | নির্বাচনের আগে এই যোগদানের ফলে তৃণমূললের ভীত কিছুটা মজবুত হল বলে মত রাজনৈতিক মহলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *