Breaking News

নন্দীগ্রাম বিধানসভা ও চন্ডিপুর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে প্রচার মহম্মদ সেলিম ও আব্বাস সিদ্দিকির, একাধিক ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপিকে বিঁধলেন

সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- নির্বাচনের আগে এখন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার চলছে জোরকদমে | শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের মীনাক্ষী মুখার্জী ও চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের আশীষ গুচ্ছাইৎ সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় |

শুক্রবার নন্দীগ্রাম কলেজ মাঠে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি,নিরঞ্জন সিহি সহ আরও নেতৃত্ববৃন্দ | একাধিক দুর্নীতি প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য সরকারকে নিশানা করলেন সিপিআইএম নেতৃত্ব থেকে শুরু করে আব্বাস সিদ্দিকী |

এদিন মহম্মদ সেলিম বলেন  বাংলায় তৃণমূল, বিজেপি ভয়ের বাতাবরণ তৈরী করতে চাইছে | মানুষ তা কখনই মেনে নেবে না বলে জানান মহম্মদ সেলিম | এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্বাস সিদ্দিকি অভিযোগ করে বলেন, নন্দীগ্রামে মমতার পায়ের চোট নাটক ছিলো | পাশাপাশি একাধিক ইস্যুতে শাসক দলকে বিঁধলেন আব্বাস সিদ্দিকি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *