Breaking News

নির্বাচনের দিন সকালে কেশিয়াড়িতে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- ভোটের দিন সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বেগমপুরে বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার| অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | নিহত বিজেপি সমর্থকের নাম মঙ্গল সরেন | বাড়ির উঠোনেই মিলল রক্তাক্ত দেহ |
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব কেশিয়াড়ির বিজেপি প্রার্থী সোনালি মুর্মু | অন্যত্র খুন করে দেহ ফেলে রাখার অভিযোগ ওই যুবকের মায়ের | গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপি সমর্থক মঙ্গল সরেনকে পিটিয়ে মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা | মৃতের মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে বলে খবর | ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে | এই ঘটনায় ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী | ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ঘটনার রিপোর্ট পেয়েছে নির্বাচন কমিশন | জেলা প্রশাসন থেকে রিপোর্ট পেয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই | রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু নয় বলে রিপোর্ট পেয়ে জানাল কমিশন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *