Breaking News

নন্দীগ্রামে ধুন্ধুমার,মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ, মীনাক্ষীকে প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ,‘হেনস্থা’য় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ

সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | শনিবার দাউদপুরের নয়নানে প্রচারের সময় মীনাক্ষীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ | ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার নন্দীগ্রামে মিছিল বের করেন সিপিএম সমর্থকরা | মিছিল থেকে ও হেনস্থাকারীকে গ্রেফতারের দাবি তোলা হয় | জানা গেছে,আব্বাস বেগ নামে এক তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগের অঙুল তুলছে সিপিএম | শনিবারের ঘটনাটি নির্বাচন কমিশনে জানিয়েছে সিপিএম|

পুলিশ আব্বাস বেগকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে কারণ তিনি তৃণমূল কংগ্রেসের নেতা,এমনটাই দাবি করেছে সিপিএম | আজ মিছিল করে সিপিএম সমর্থকরা যান নন্দীগ্রাম থানায় | নন্দীগ্রাম থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএম সমর্থকরা | রবিবার দুপুর দু’টো নাগাদ শুরু হয় অবরোধ | তার জেরে নন্দীগ্রাম থেকে টেঙ্গুয়াগামী ওই সড়কের দু’দিকেই একাধিক গাড়ি আটকে পড়ে |

আটকে পড়ে নির্বাচনের কাজে ব্যবহৃত পুলিশ কর্মীদের গাড়িও | মীনাক্ষী যেখানে রাস্তা অবরোধ করেছেন, সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চণ্ডীপুরে রবিবার পৌঁছন মমতা | সেখানে চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহমের সমর্থনে প্রচার করেন| এর পর রেয়াপাড়ায় যাওয়ার কথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর | কিন্তু তার আগে মীনাক্ষী এবং তাঁর দলের সমর্থকদের রাস্তা অবরোধের জেরে কিছুটা অস্বস্তিতে জোড়াফুল শিবির | তাঁদের সঙ্গে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, মহিলা নেত্রী কনীনিকা ঘোষ প্রমুখ | প্রসঙ্গত,এবার নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই | একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে, শুভেন্দু অধিকারী | মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মূলত লড়াই হলেও এবার নন্দীগ্রামে আলাদা নজর কেড়েছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *