Breaking News

দলীয় কোন্দল মেটাতে ফের তৃণমূলের প্রার্থী বদল!মাটিগাড়া-নকশালবাড়িতে নতুন প্রার্থী ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা :- শনিবারই মিটেছে প্রথম দফার ভোট | তারপরও ফের এক কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস | উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের বদলে প্রার্থী করা হল রাজেশ সুন্দাসকে |কিন্তু কেন এই বদল? তৃণমূল সূত্রের খবর, প্রাক্তন প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের ক্ষোভই প্রার্থী বদলের মূল কারণ | নলিনীরঞ্জন রায় বিজেপির ইনটেলেকচুয়াল সেলের নেতা ছিলেন|গত ২৪ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন |

আর ৫ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে দলের মুখ তিনি | এ নিয়ে স্থানীয় এলাকায় ক্ষোভ তৈরি হয় | প্রসঙ্গত,১৭ এপ্রিল ভোট হবে মাটিগাড়া-নকশালবাড়িতে | ভোটের মুখে দলের অন্দরের ক্ষোভ মেটাতে তাই মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব | নতুন প্রার্থী হিসেবে আনা হয় পরিবহণ দফতরের আধিকারিক রাজেশ সুন্দাসকে | তিনি যে দলে খুব পরিচিত কিংবা দলের ঘনিষ্ঠ, তেমনটা নয় | তবে আপাতত এভাবেই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেছে রাজ্যের শাসকদল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *