বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :-ভোট ইতিমধ্যে শুরু হয়ে গেছে | তার মধ্যেই অস্ত্র উদ্ধার হচ্ছে | জেলায় জেলায় পুলিশি তল্লাশির মুখে উদ্ধার হচ্ছে অস্ত্র | ঘরের মধ্যেই চলছিল আস্ত একটি অস্ত্র কারখানা | গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র-সহ কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ | কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের জেলেপাড়ার ঘটনা |পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দা আসমত মণ্ডল ওরফে কাকা নামে এক ব্যক্তির বাড়িতে সন্দেহভাজন লোকজনের আনাগোনা বাড়ছিল | সে খবর পুলিশের কানে পৌঁছতেই কান খাঁড়া ছিল তাদের | খোঁজ খবর নিয়ে যে তথ্য পুলিশের হাতে উঠে আসে, তাতে চোখ কপালে ওঠে,কাকার বাড়িতেই অস্ত্র তৈরি হচ্ছে বলে জানতে পারে পুলিশ | এরপরই প্রথম দফার ভোটের দিন শনিবার গভীর রাতে মেরিগঞ্জে আসমতের বাড়ি ঘিরে ফেলে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে কুলতলি থানার পুলিশ | সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়ে তারা। তল্লাশি চালিয়ে বারান্দায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রগুলির হদিশ মেলে | আকস্মিক পুলিশি হানায় পালাতে পারেননি আসমত | গ্রেফতার ৫৫ বছরের অস্ত্র ব্যবসায়ী আসমত মন্ডল | ভোটের সময় এত অস্ত্র কী কাজে তৈরি হচ্ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ |