Breaking News

ভোটের মরশুমে বাসন্তীতে শুটআউট, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ‘গুলিবিদ্ধ’, তদন্তে বাসন্তী থানার পুলিশ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-ভোটের উত্তাপ বাংলার সর্বত্র | এলাকায় দলীয় বৈঠক করে বাইকে দাদাকে নিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য | ভোট আবহে উত্তেজনা বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে | হামলার নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের | অভিযোগ উড়িয়েছে গেরুয়া শিবির | জানা গেছে,স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ হালদার ও তাঁর দাদা তারক রবিবার রাতে পাশের পাড়ায় দলীয় বৈঠকে গিয়েছিলেন | অভিযোগ, রাতে যখন বাইকে বাড়ি ফিরছিলেন, তখন দুষ্কতীরা তাঁদের পথ আটকানোর চেষ্টা করে | বিপদ বুঝে অনুপ জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন |তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ| গুলি লাগে অনুপের পায়ে | বাইক থেকে পড়ে যান তাঁরা। এরপরই ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ | আহত হন তাঁর দাদাও | রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন অনুপ হালদার | তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি | এবিষয়ে তৃণমূলের প্রার্থী শ্যামল মণ্ডল বলেন, “বিজেপির দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে | আমাদের কর্মীরা যখন বুথে মিটিং করে ফিরছিলেন তখনই তাঁদের উপর আক্রমণ করা হয় |”নিজেদের বিরুদ্ধ ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি | এ বিষয়ে বাসন্তীর বিজেপি প্রার্থী রমেশ মাঝি বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা |এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই|” ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *