নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত | মুর্শিদাবাদের ডোমকলে ডোমকলে সিপিএম করায় মারধরের অভিযোগ,অভিযোগের আঙুল তৃণমূলের দিকে | যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে | জানা গেছে, ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডের শেখালিপাড়ার সিপিএম কর্মী আবু লায়েসের অভিযোগ, এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আসরাফুল বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এক দল তৃণমূল কর্মী তাঁর পরিবারের উপর চড়াও হয় | শুধু তাই নয়, সিপিএমের অভিযোগ, এই হামলায় লায়েসের পাশাপাশি তাঁর মা ও ভাইও আহত হন | তাদেরকে বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য ডোমকল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস | তৃণমূলের পাল্টা অভিযোগ,জমি সংক্রান্ত ঝামেলার জেরেই এই গন্ডগোল বলে দাবি| তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় বলে জানিয়েছে শাসক দল | পাল্টা আহতের পরিবারের দাবি, সিপিএম করার কারণে বেশ কিছুদিন ধরেই তাঁরা হুমকির মুখে পড়ছেন | ডোমকল থানায় বিষয়টি জানানো হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ |