Breaking News

রাজ্যে নির্বাচনের মধ্যে এক যুবকের ব্যাগ থেকে ৭ টি সেভেন এমএম পিস্তল ও ২০০ রাউন্ড গুলি উদ্ধার,ডানকুনি টোল প্লাজার কাছে এক বাস থেকে উদ্ধার

প্রসেনজিৎ ধর, হুগলি :- সবে মাত্র রাজ্যে ২ দফার নির্বাচন হয়েছে | এখনও বাকি আরও ৬ দফার নির্বাচন| তার আগেই ডানকুনি থানা এলাকায় এক বাসে এক যুবকের কাছ থেকে ৭ টি সেভেন এমএম পিস্তল ও ২০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ|ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে | পুলিশ সূত্রে খবর, আজ ভোরে বিহারের একটি বাসে করে এক যুবক আসছিলেন কলকাতার উদ্দেশ্যে | সেইসময় ডানকুনি থানা এলাকার ডানকুনি টোল প্লাজায় কাছে সিআইডিও ডানকুনি থানার পুলিশ যৌথভাবে নাকা চেকিং চালাচ্ছিল | ডানকুনি টোল প্লাজায় বাস আসতেই সিআইডি সেই বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে ৭ টি সেভেন এমএমপিস্তল ও ২০০ রাউন্ড গুলি উদ্ধার করে |

সিআইডি তাকে গ্রেফতার করে ডানকুনি থানায় নিয়ে আসে | আজই তাকে শ্রীরামপুর আদালতে পেশ | কি কারণে এবং পিস্তলগুলো কোথায় নিয়ে যাচ্ছিল ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি | কারা কারা এই ঘটনার সাথে জড়িত, তার কাছে এতগুলো পিস্তল কি করে এল তা জানতে চায় পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *