Breaking News

‘অভিযুক্ত’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আর মোতায়েন নয়,নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করছে | অভিযুক্ত জওয়ানদের পরের দফায় মোতায়েন করা যাবে না | আজ যশবন্ত সিনহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এসেছে | দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রামের বয়ালে দাঁড়িয়েই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| দাবি করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন | মমতার করা সেই অভিযোগই এবার সরকারিভাবে নির্বাচন কমিশনকে জানিয়ে এল তৃণমূল কংগ্রেস | তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানদের বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে, তাঁদের যেন আগামী দিনে আর ভোটের কাজে মোতায়েন করা না হয় | প্রসঙ্গত, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ তৃণমূলের এক শীর্ষস্তরীয় প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় |

প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের শীর্ষনেতা যশবন্ত সিনহা,রাজ্যের বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ দোলা সেন, বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় | যশবন্ত সিনহা অভিযোগ করেছেন বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে | দুই দফার ভোটে সন্ত্রাস করেছে বিজেপি | নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট প্রভাবিত করেছে | বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলছেন, “৩০০টি নির্দিষ্ট অভিযোগ আমরা জমা দিয়েছি | এই প্রথম ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে সহযোগিতা করছে | যেখানে বিজেপি জোর করে ভোট করার চেষ্টা করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নীরব | আমাদের দাবি, যেসব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের যেন পরবর্তীকালে ভোটের কাজে মোতায়েন করা না হয়|”সুব্রত মুখোপাধ্যায়ের আরও দাবি,”কমিশন যেন উপযুক্ত দায়িত্ব পালন করে | আশা করি সংবিধানিক দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *