Breaking News

ভোট পরবর্তী অশান্তি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ! বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- ডেবরায় বৃহস্পতিবার ছিল নির্বাচন | আর ভোট পরবর্তী হিংসা অব্যাহত ডেবরায় | বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগে উত্তপ্ত হল ডেবরা | আহত কর্মীদের ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে | জানা গেছে, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের নয়াবাসান এলাকায় ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার ভোটের দিন ১২১ নং বুথে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা শুরু হয় | কেন্দ্রীয় বাহিনী সামাল দেয় পরিস্থিতি | শুক্রবার সকালে ফের ওই এলাকাতেই উত্তেজনা ছড়ায় | অভিযোগ শুক্রবার সকালে,বিজেপি কর্মী দেবব্রত দাস ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ | এমনকি দু’জনেরই মাথায় ও পায়ে আঘাত লাগে বলে জানা গেছে| এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | শুধু তাই নয়, এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ২ জন | এই ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে ডেবরায় উত্তেজনা ছড়ায় | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *