প্রসেনজিৎ ধর :- বিজেপি থেকে বিধানসভা নির্বাচনের টিকিট মেলেনি| টিকিট না পেয়ে এবার লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে চলেছেন বিদায়ী বিধায়ক তথা বীরভূমের চর্চিত নেতা মনিরুল ইসলাম | আর এর জেরে আলাদা মাত্রা পেতে চলেছে লাভপুরে আসনে ভোটের লড়াই | কিছুদিন আগে কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দেখা গিয়েছিল লাভপুরের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে। তার অব্যবহিত পরে বোলপুরের বিজেপি কার্যালয়ে ঢুকে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন| কিন্তু তারপরেও টিকিট মেলেনি | সূত্রের খবর, লাভপুর আসনে মনিরুল এবার নিজে প্রার্থী না হয়ে ছেলে আসিফ ইসলামকে প্রার্থী করতে চেয়েছিলেন | কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বজিৎ মণ্ডলকে টিকিট দেয় | এর পরেই নির্দল হয়ে লাভপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন এই নেতা|
তাই শনিবারই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন লাভপুরের বিদায়ী বিধায়ক | এদিন বোলপুর এসডিও অফিসে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি | জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী দেখায় মনিরুলকে | বলেন, “ব্যক্তি মনিরুল ইসলামের ভোট হবে | আর যারা দু’নম্বর ও তিন নম্বরে থাকবে তারা ভাববে |”সরকারিভাবে এখনও বিজেপিতেই রয়েছেন মনিরুল | তা সত্ত্বেও দলীয় প্রার্থীকে সমর্থন না করে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই | এই বিষয়ে জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়ে দিয়েছেন, ‘এবারের ভোট মোদিজি,অমিতজি এবং পদ্মফুলের ভোট | এবার ভোটে মানুষ বিজেপির সঙ্গে আছে|| মনিরুল ইসলাম ভালো মানুষ | কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে তাঁর সঙ্গে কথা বলবো |’