বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ভোটে জিতলে আর রেশন দোকানে কাউকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন | এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এবার যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাননি তাঁদেরও বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করলেন তৃণমূলনেত্রী| রায়দিঘিতে দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন শনিবার সেখানেই একথা জানিয়েছেন তিনি |
এদিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রায়দিঘী,তারপর কুলপিতে জনসভা করে হেলিকপ্টারে আসেন ক্যানিং সেখানেও জনসভা করেন দলীয় প্রার্থীদের সমর্থনে | ‘বাংলাকে বাঁচাতে হলে প্রার্থী নয়, তৃণমূল প্রতীককেই মাথায় রাখতে হবে| বিজেপি বাংলায় এলে, এ রাজ্যের সংস্কৃতিকে নষ্ট করে দেবে |’ শনিবার কুলপির জনসভা থেকে এভাবেই মূল বিরোধী শক্তিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মমতা আরও বলেন, “বলে ডবল ইঞ্জিন বানাবে! গ্যাসের দাম সাড়ে ৯০০ টাকা হয়ে গিয়েছে | আগামিদিন বিনা পয়সার চাল ফোটাবেন ৯০০ টাকার গ্যাস দিয়ে? দেখবেন গ্যাসের দাম ২ হাজার টাকা করবে! সব কিছুর দাম বাড়িয়েছে বিজেপি| মানুষের জীবনের দাম কমেছে শুধু | ডবল ইঞ্জিন! ৬ বছর ধরে দিল্লিতে কী করেছ। সিঙ্গল ইঞ্জিন কোথায় গেল তোমার?” ক্যানিং এর সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সংখ্যালঘুদের ভোট ভাঙাতে হায়দরাবাদ থেকে একজন এসেছে |
তার সঙ্গে আরেকটা ডাকাত এসেছে সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে| বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করার পরিকল্পনা। একটা ভোটও দেবেন না | সেখানে তিনি আরও বলেন, ” বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি |বাংলায় বিভাজনের রাজনীতি করছে বিজেপি |” এদিন সরকারি প্রকল্পের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী | বলেন,ক্যানিংকে ঢেলে সাজানো হবে | ক্যানিং স্টেডিয়ামও হচ্ছে | এই জেলায় দুটি বিশ্ববিদ্যালয় হয়েছে |”