নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের | আহত হয়েছেন আরও ৮ জন | দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাঁশবেড়িয়া এলাকায় | জানা গেছে, শনিবার সকালে ১২ জন একটি পিক আপ ভ্যান ভাড়া করে নারায়ণগড়ের পাকুড়সেনী এলাকায় আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে আসছিলেন | সেই সময়ে রাস্তা খারাপ থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি | চালক-সহ আরও তিন জন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান | বাকি আট জন গুরুতর আহত হন | স্থানীয়রাই আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন | স্থানীয়দের অভিযোগ, নারায়ণগড়ের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ | বারবার বলেও রাস্তা সারানোর জন্য কোনও পদক্ষেপ করেনি প্রশাসন | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে | রাস্তা খারাপ থাকার দরুণই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ|রাস্তা খারাপ থাকা ছাড়াও দুর্ঘটনা ঘটার আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ |