প্রসেনজিৎ ধর :- নন্দীগ্রামের নির্বাচন শেষ | তাতে কি?ফের মাঠে নামছেন সিপিএমের পোস্টার গার্ল মীনাক্ষী মুখোপাধ্যায় | নন্দীগ্রামের ভোটপর্ব মিটতেই নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে টানাটানি শুরু মোর্চা শিবিরে | প্রচারে নিয়ে যেতে আবেদনের পাহাড় জমছে আলিমুদ্দিনে| সেই রেশ ধরেই বাকি ছ’দফা নির্বাচনে নন্দীগ্রামে বামজোটের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রচারের মুখ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম|হাইভোল্টেজ নন্দীগ্রামের ভোটযুদ্ধের ময়দানে মমতা বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সাথে ক্রমশই নিজেকে প্রাসঙ্গিক করে তোলেন মীনাক্ষী | অবশ্যই এর সঙ্গে ছিল অক্লান্ত পরিশ্রম | প্রখর রোদ উপেক্ষা করে বাড়ি বাড়ি ছুটে বেড়িয়েছেন| আর নন্দীগ্রামের ভোট পর্ব মিটতেই একদিনের বিশ্রাম নিয়ে আবার শুরু | শনিবার সকালে সিঙ্গুরে জোটের বাম প্রার্থী ছাত্র সংগঠনের শীর্ষনেতা সৃজন ভট্টাচার্যর হয়ে মিছিল করেন মীনাক্ষী|
তারপরেই ছুটে যান চণ্ডীতলায় পার্টির শীর্ষনেতা মহম্মদ সেলিমের জন্য প্রচারে | বিকেলে মীনাক্ষী প্রচার ডায়মন্ডহারবারে ছাত্র সংগঠনের আরেক শীর্ষনেতা প্রতিকুর রহমানের সমর্থনে, সন্ধ্যায় যাদবপুরে | কার্যত আজ থেকে চরকিপাক শুরু মীনাক্ষীর| যদিও সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, “আমরা দলগত লড়াইয়ে বিশ্বাস করি | নির্বাচন কোনও ব্যক্তি নির্ভর লড়াই নয়|” এ প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, এবার দল যা নির্দেশ দেবে, দায়িত্ব দেবে, তা পালন করার চেষ্টা করব |
শুধু বাম প্রার্থীরাই নন | তাঁকে প্রচারে নিয়ে যেতে আগেই বাম নেতাদের সঙ্গে কথা বলে রেখেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও | সময়ের সাথে তাল মেলাতে নতুন প্রজন্মকে ভোটের ময়দানে তুলে ধরার পর এবার মীনাক্ষীকে প্রচারের মুখ করতে উদ্যোগী বামেরা তথা সংযুক্ত মোর্চা |