Breaking News

তৃণমূলের হয়ে ভোট প্রচারে ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন, সোমবার থেকে দিনভর কর্মসূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-‘বাংলা নিজের মেয়েকে চায়’, এই স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটযুদ্ধ লড়ছে তৃণমূল কংগ্রেস | এবার সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে প্রচার করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন | সূত্রের খবর,আজই সন্ধে ৭টায় কলকাতা বিমানবন্দরে আসার কথা অমিতাভ-পত্নী | কালই টালিগঞ্জে রোড শোয়ে অংশ নেবেন জয়া বচ্চন | ৮ এপ্রিল পর্যন্ত তৃণমূলের একাধিক প্রচারসভায় অংশ নেবেন জয়া | ৮ এপ্রিল মুম্বই ফিরে যাবেন তিনি | কলকাতায় পা রাখার পর আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে প্রচার শুরু করবেন জয়া বচ্চন | প্রথম প্রচার করবেন টলিপাড়া টালিগঞ্জে | সেখানে অরূপ বিশ্বাসের হয়ে প্রচার সারবেন অমিতাভ পত্নী | বিকেল ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত করবেন প্রচার| এরপর আরও বেশ কয়েকটি প্রচার সভায় তিনি অংশ নেবেন বলে জানা গেছে |

তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চেও তিনি হাজির থাকতে পারেন | তৃণমূল সূত্রে খবর, আগামী ৬ এবং ৭ এপ্রিল মোট ৪ টি বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন জয়া বচ্চন | যেহেতু তিনিও জন্মসূত্রে বাঙালি, সে কারণে তাঁকে এনে তৃণমূল একপ্রকার সেই বাঙালি আবেগকেই উস্কে দিতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের | এই ঘোষণার পাশাপাশি তৃণমূল এ দিন সাংবাদিক বৈঠক করে জানায়, “বাংলা নিজের মেয়েকেই চায়, তাই বাংলার মেয়েই বাংলার মেয়ের জন্য প্রচার করতে আসছেন|” প্রসঙ্গত, সমাজবাদী পার্টির সঙ্গে জয়া ভাদুড়ির সম্পর্ক দীর্ঘদিনের | তিনি গত চারবার দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন | এদিকে, মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন দিয়েছে | এর আগে নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের সভা চলাকালীন দলের প্রতিনিধি হিসেবে কিরণময় নন্দকে পাঠিয়েছিলেন অখিলেশ | এবার জয়া আসছেন তৃণমূলের হয়ে প্রচারে | সূত্রের খবর, পুরোপুরি তৃণমূলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয় |তাতে সাড়া দিয়েই প্রচারে আসার সিদ্ধান্ত অমিতাভ পত্নীর| জয়া মূলত কলকাতারই বাসিন্দা | পাকাপাকিভাবে মুম্বইবাসী হলেও তাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ অক্ষুণ্ণ আছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *