Breaking News

রবিবাসরীয় প্রচারে হুগলির সপ্তগ্রামের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস,সোনার বাংলা গড়ার কথাও শোনা গেল প্রার্থীর মুখে

প্রসেনজিৎ ধর :- রবিবাসরীয় প্রচারে দেখা গেল সপ্তগ্রামের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসকে | প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন দেবব্রত বিশ্বাস | এদিন তিনি অভিযোগ করে বলেন,সপ্তগ্রামে কোনও কাজ হয়নি, পানীয় জলের কষ্ট, রাস্তা নেই, পাকা বাড়িঘর নেই, বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পায় না, বিধবা ভাতা পায় না | গরীব মানুষরা সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও জানালেন তিনি | জেতার বিষয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের এই প্রার্থী |

জেতার পর তাঁর প্রধান কাজ পাকা বাড়ি করে দেওয়া, মানুষ যাতে পরিশ্রত পানীয় জল পায়, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সেদিকে নজর রাখা | বাংলাকে সোনার বাংলা গড়তে মানুষই ভারতীয় জনতা পার্টিকে নির্বাচন করবে বলেও জানান প্রার্থী নিজেই | প্রসঙ্গত,হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের গত দু’বারের বিধায়ক তপন দাশগুপ্তকে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস‌ | এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী পবিত্র দেব | এই বিধানসভা কেন্দ্রে মানুষ কাকে নির্বাচন করেন সেটাই এখন দেখবার বিষয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *