নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- ভোটের আবহে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে | আলিপুরদুয়ারের চৌপাথিতে আক্রান্ত বিজেপি কর্মী | এই ঘটনায় উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পশ্চিম চেপানির ধারসি চৌপথিতে | আহত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন | অভিযোগের তীর তৃণমূলের দিকে | অভিযোগ অস্বীকার শাসক দলের | জানা গেছে,রবিবার দুপুরবেলা হামলা করা হয় আলিপুরদুয়ার বিজেপি জেলা সম্পাদক অর্জুন দেবনাথের ভাই অসীম দেবনাথের উপরে,এমনটাই অভিযোগ বিজেপির |আলিপুরদুয়ারের ধারসি চৌপথিতে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ | রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি | এলাকার মানুষজন তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন | পরে অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে পাঠানো হয় | তাঁর মাথায় ৩০টি সেলাই পড়ছে বলে জানা গেছে | হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা | গঙ্গপ্রসাদ শর্মার অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে | অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই | ভোটের মুখে উত্তেজনা তৈরির জন্য এসব করছে বিজেপি | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে সনাক্ত করেছে পুলিশ |