Breaking News

‘২ মে’র পর কন্ডোমের দোকান খুলবেন’, নাম না করে সায়নীকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, পাল্টা দিলেন সায়নী

সৌমিত্র গাঙ্গুলি,আসানসোল :- একুশের নির্বাচনে অব্যাহত কুকথার বন্যা | প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন আসানসোন দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল | এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন সায়নী ঘোষ |’ রবিবার সাংবাদিকদের বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়নী ঘোষকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন , ‘উনি তো রাজনীতি জানেন না | না জানাই স্বাভাবিক, কারণ এতদিন সিনেমা করে এসেছেন | এরপর দোসরা মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও প্রফেশনে যাবেন বা হয়ত সিনেমাটাই করবেন |’

এদিন সায়নী ঘোষের মনোনয়নপত্রকে ঘিরেও কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা পাল | একজন সাধারণ কর্মী হয়ে আইন বিশ্ববিদ্যালয় বানানো যায় না | সায়নী নিজেই জানেন না যে তিনি কোন দলের হয়ে প্রচার করছেন, কোন দলের প্রার্থী হয়েছেন | তাঁর না জানাটাই স্বাভাবিক, কারণ দু বছর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়েকে তিনি তুলোধনা করেছিলেন নন্দন চত্বরে দাঁড়িয়ে | এখন টিকিট পেয়ে মমতা ব্যানার্জিকে গুরু-মা ভাবছেন|  ঘটনা প্রসঙ্গে এদিন সায়নী ঘোষ বলেন, ‘অগ্নিমিত্রা পাল এই ধরনের কথা বলে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন | যত দিন যাচ্ছে তত প্রকাশ্যে আসছে যে অগ্নিমিত্রা পাল কত নিম্নমানের রাজনীতিবিদ | উনি আমায় বাচ্চা বলতেন, আমার থেকে এত সিনিয়র হয়েও কীভাবে এই মন্তব্য করছেন জানি না | আমি এই বিষয় নিয়ে মন্তব্য করে নিজেকে নিচে নামাতে চাই না |’ ২৬ এপ্রিল আসানসোল দক্ষিণের ভোট | তার আগেই পরস্পরের বিরুদ্ধে বাকযুদ্ধে নেমেছেন দুই তারকা প্রার্থী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *