বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পশ্চিমবাংলা | আগামীকাল তৃতীয় দফার নির্বাচন দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে | আর ভোটের আগের দিনই উত্তপ্ত হল কুলতলি | তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে| পাল্টা মহিলা বিজেপির সমর্থকদের মারধরেরও অভিযোগ উঠেছে | জানা গেছে, সোমবার সকালে কুলতলির কৈলাশনগরের বাসিন্দা তৃণমূল কর্মী আশিস গায়েন বাইকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন | অভিযোগ, সেইসময় বিজেপি কর্মীরা তাঁর রাস্তা আটকায় | এমনকি তাঁকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ | তাঁর পায়ে ও মাথায় চোট লাগে | ঘটনার খবর পেয়ে দুই তৃণমূল কর্মী চিত্তরঞ্জন হালদার, কিশোর নস্কর বাঁচাতে গিয়ে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ | এর পাল্টা হিসাবে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে | এমনকি বাড়িতে থাকা মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ | সেই মারধরের ঘটনায় পাঁচ জন মহিলা জখম হয়ে কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় | এই ঘটনা প্রসঙ্গে কুলতলির তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডল বলেন, “এই এলাকায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে | বিজেপি এলাকায় আতঙ্ক তৈরি করতে ভোটের আগের দিন সন্ত্রাস করছে |” অন্যদিকে, বিজেপি নেতা উত্তম হালদার পাল্টা বলেন, “ওই এলাকায় শাসকদলের চাপ রয়েছে | আমাদের কর্মীরা ফোন করেছিল, ওদের ওপর হামলা হয়েছে |’ নির্বাচনের আগের দিন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় | মোতায়েন রয়েছে পুলিশবাহিনীও |