প্রসেনজিৎ ধর :- কাল রাজ্যে তৃতীয় দফার ভোট | তৃতীয় দফার নির্বাচনে রাজ্যের তিনটি জেলার মোট ৩১ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন | কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তৃতীয় দফা। অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন | সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত |প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী | সঙ্গে থাকবে লাঠিধারী রাজ্য পুলিশও | তৃতীয় দফার নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন | তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলি জেলায়| সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগণা জেলার জন্য থাকছে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলায় থাকছে ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশে জেলায় থাকবে ১১৩ কোম্পানি এবং সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী|
এদিকে হাওড়া গ্রামীণ এলাকায় থাকবে ১৩৩ কোম্পানি এবং হাওড়া কমিশনারেট এলাকায় থাকবে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | মোট হাওড়া জেলায় থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | হুগলি জেলায় থাকবে ১৬৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করতে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক সংশ্লিষ্ট তিন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসক এবং জেলার তথ্য প্রযুক্তির আধিকারীকদের সঙ্গে বৈঠকে করেছেন | এমনকি বাহিনীর বিরুদ্ধে যাতে কোনও রকম অভিযোগ না ওঠে তার জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে | ৩ জেলার ৩১টি আসনে ভোটগ্রহণ হবে | হাওড়ার যে সাতটি আসনে ভোটগ্রহণ হবে সেগুলি হল উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর। হুগলিতে ভোট হবে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুলে | অন্যদিকে দক্ষিণ ২৪ পগণারর কেন্দ্রগুলি হল বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর |