প্রসেনজিৎ ধর, হুগলি :- নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে | ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের রামনগর এলাকায় | বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত জওয়ানদের মারধর করে স্থানীয়রা | দীর্ঘক্ষণ রামনগর থানায় চলে বিক্ষোভ | জানা গেছে,১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে | সোমবার সেখানেই ছিলেন ওই ৮ জন |
এ দিন রাত আটটা নাগাদ ওই এলাকারই এক নাবালিকা তার পাশের বাড়ির বন্ধুর থেকে বই আনতে যায় | সেই সময়েই ওই নাবালিকার ওপর ওই জওয়ান চড়াও হয় বলে অভিযোগ | জানা গিয়েছে, ফাঁকা রাস্তায় ওই নাবালিকার মুখ চেপে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত জওয়ান | এমনকি টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে|এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করলে আওয়াজ পেয়ে স্থানীয়রা আসেন | তাকে উদ্ধার করা হয় | জওয়ানকে জুতোপেটা করেন স্থানীয়রা | খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ | রাতেই অভিযুক্ত জওয়ানদের শাস্তির দাবিতে রামনগর থানায় বিক্ষোভ দেখায় নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা | অভিযোগ, পুলিশকে গোটা বিষয়টি জানালেও তাঁরা বিষয়টায় গুরুত্ব দেয়নি| থানার সামনে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার | পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে আয়ত্তে আসে পরিস্থিতি | ওই ঘটনার জেরে এখনও থমথমে এলাকা |