Breaking News

ভোটের আগের রাতে গোঘাটের মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ! পুলিশের জালে ৪,ময়নাতদন্তে নেই আঘাতের চিহ্ন

প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃতীয় দফার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে মৃত বিজেপির মহিলা কর্মী | অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে ওই মহিলাকে | ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও উত্তপ্ত হুগলির গোঘাট | এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন | কমিশনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে | তাতে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি | জানা গেছে, হুগলির বদনগঞ্জের বাসিন্দা ওই মহিলার নাম মাধবী আদক | দীর্ঘদিন ধরে সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি | তাঁর ছেলে-সহ পরিবারের সকলেই বিজেপি কর্মী | অভিযোগ, গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের মদতে সোমবার গভীর রাতে মাধবীদেবীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা | ব্যাপক মারধর করা হয় তাঁর ছেলেকে বলে অভিযোগ | সেই সময় ছেলেকে বাঁচাতে গেলে লাঠি, বাঁশ ও বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করা হয় মাধবীদেবীকে | রাতেই মৃত্যু হয় তাঁর | ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে | মারামারির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে | মাধবীর মৃত্যুতে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন | প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে | তাতে বলা হয়েছে, বাইরের আঘাতের চিহ্ন মেলেনি | এই ঘটনাকে কেন্দ্র মঙ্গলবার অর্থাৎ ভোটের সকালেও উত্তেজনা রয়েছে গোঘাটে | অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন স্থানীয়রা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *