Breaking News

সিআরপিএফ যদি গোলমাল করে তাহলে মহিলারা ওদের ঘেরাও করে রাখুন, কোচবিহারে বললেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা :- কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো | বুধবার কোচবিহার উত্তরের নির্বাচনী সভা থেকে তৃণমূলনেত্রী মমতার অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করছেন | বহু গ্রামে ঢুকে মহিলাদের ভোট দিতে যেতে বাধা দিচ্ছেন | এমন পরিস্থিতি তৈরি হলে কী করবেন সাধারণ মানুষ, এদিনের সভা থেকে তাও বাতলে দিলেন মমতা | বললেন, “কেন্দ্রীয় জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন |আরেক দল ভোট দিতে যান | কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন |” শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের একাংশও বিজেপির সঙ্গে ‘আন্ডারস্ট্যান্ডিং’ করেছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর | প্রসঙ্গত,তৃতীয় দফার ভোটে বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগও তোলেন মমতা। বলেন, কাল এত অত্যাচার করেছে কি বলব! তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে বাঁশ দিয়ে মেরেছে | তার সিকিউরিটিকে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে | গোঘাটে আমার বুথ প্রেসিডেন্টেকে পর্যন্ত খুন করেছে | খানাকুলে আমাদের প্রার্থী নাজবুলকে পিটিয়েছে| আর মেয়েরা যাতে ভোট দিতে না পারে তার জন্য সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়েছে গ্রামে গ্রামে |বলেছে ভোট দেওয়া যাবে না |

কেউ যদি দুষ্টুমি করে তাকেও থাপ্পড় দিতে হয় | ভোটটা আপনাদের দিতে হবে | বিজেপি মা-বোনেদের ভয় পাচ্ছে | এদিন সভা থেকে বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মী, সমর্থকদের চাঙ্গা করার ভোকাল টনিক দিলেন তিনি | তাঁর কথায়, এমন কাউকে বুথ এজেন্ট করবেন না, যাঁরা ভয়ে বা বিজেপির টাকা খেয়ে পালিয়ে আসে | তাহলে তাদের শাস্তি দেওয়া হবে বলেও জানালেন মমতা | এদিন তৃণমূলনেত্রী বলেন, “সাহসী ছেলে মেয়েদের বুথ এজেন্ট করুন |তাঁরা লড়াই করলে পুরস্কৃত হবেন |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *