নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- উত্তর ২৪ পরগণার হাবড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং আইএসএফ | দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত দু’দলের মধ্যে | সেই ঝামেলাই পরে হাতাহাতিতে পরিণত হয় | সংঘর্ষের ফলে আহত হন ৪ আইএসএফ কর্মী বলে অভিযোগ | ঘটনাকে ঘিরে উত্তেজনা হাবড়ার দক্ষিণ সরাই ইদগা পৃথিবা পঞ্চায়েত এলাকায় | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন | অভিযোগ, সেসময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক বাধা দেন | তাঁদের বক্তব্য ছিল, বুথ এলাকার বাইরে গিয়ে কেন তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন? এই বিষয়টি নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয় | তা গড়ায় হাতাহাতিতে| হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় শুরু হয় বোমাবাজি | এই ঘটনায় চার আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ | অভিযোগের তীর ওই এলাকার তৃণমূল কর্মীদের ওপর | আইএসএফ-এর তরফে হাবড়া বিধানসভার প্রার্থী রিজি নন্দনকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে | খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে |
বোমবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে | যদিও এই সংঘর্ষের ঘটনা সাজানো বলে দাবি তৃণমূল নেতৃত্বের | তৃণমূলের দাবি তাদের কেউ এইসবের সঙ্গে জড়িত নয় | এলাকায় আইএসএফ ভোটের মুখে বহিরাগত এনে ঝামেলা পাকাতে চাইছে| ভোটের মুখে এলাকায় শান্তি বজায় রাখাই মূল চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে | এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী |