Breaking News

‘রাজীব বিপুল ব্যবধানে জিতবেন’, ডোমজুড়ে পা রেখে দাবি শাহের, প্রথম তিন দফার ভোটে ক’টি আসন বিজেপির? জানালেন শাহ

প্রসেনজিৎ ধর :-“বাংলায় তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। তিন দফা ভোটের পর নিশ্চিতভাবে বিজেপির অনুমান, আমরা ৬৩-৬৮ টি আসনে জয়লাভ করে তৃণমূল, বাম ও কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে গিয়েছি।” আজ রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে এসে ভোট হওয়া ৯১ টি আসনের মধ্যে বিজেপি কতগুলি আসন জিততে পারে, সেই নিয়েও মুখ খোলেন অমিত শাহ | একই সঙ্গে তৃণমূলকে তাঁর কটাক্ষ, “তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হতাশা তাঁর ভাষণে, এবং আচরণে বোঝা যাচ্ছে। এই হতাশাই বলে দিচ্ছে বিজেপি জিততে চলেছে এবং তৃণমূলের হার শুধু সময়ের অপেক্ষা |”

এদিন হাওড়ার রোড শো করেন অমিত শাহ | জগদীশপুর হাট-কোনা মোড়ে রোড শো করেন শাহ | প্রায় এক কিলোমিটার পথ ধরে এই রোড শো হয় | একই সঙ্গে‌ রাজীব বন্দোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিলেন অমিত শাহ | বুঝিয়ে দিলেন তাঁর জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী | শাহের কথায়, ‘আমাদের দলের মাননীয় সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এসেছিলাম | একটা পঞ্চায়েত অঞ্চলেও মানুষের যে উৎসাহ দেখলাম, আমি সুনিশ্চিত ভাবে বুঝলাম রাজীব এখানে পদ্ম ফোটাবেন |’ অমিত শাহের এই আত্মবিশ্বাসকে কটাক্ষের হুল ফোটাতে অবশ্য ছাড়েনি তৃণমূল কংগ্রেস |

এদিনের প্রচার শেষে ডোমজুড়ের এক ভ্যানচালকের বাড়িতে একাধিক নিরামিষ পদ দিয়ে দুপুরের খাবার সারেন শাহ | রকমারি নিরামিষ পদের আয়োজন করা হয়েছিল | খাওয়া দাওয়া শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাহ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *