দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার হঠাৎ-ই আগুন গার্ডেনরিচের এফসিআইয়ের গুদামে | এদিন পশ্চিম বন্দর থানার ময়লা ডিপো এলাকায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার দুটি গুদামে আগুন লাগে | গুদামের মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম ভর্তি ছিল | সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে যায় | দমকলের ৬ টি ইঞ্জিনের প্রায় ৩ ঘন্টার ম্যারাথন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| জানা গেছে,বুধবার বেলা ১২. ০ নাগাদ গার্ডেনরিচে এফসিআইয়ের একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা | তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে | ঘটনাস্থলে আসে দমকলের ৬ টি ইঞ্জিন | তবে গুদামে বৈদ্যুতিন সামগ্রী থাকায় অতিদ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন | ছড়িয়ে পড়ে পাশের গুদামেও | কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা | ফলে কাজ শুরু করতে খানিকটা সমস্যায় পড়তে হয় আধিকারিকদের | বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয় | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড | বৈদ্যুতিক সরঞ্জামে পূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে |
জানা গেছে,ওই দুটি গুদাম ফুড কর্পোরেশনের নামে হলেও লিজ়ে বিভিন্ন শিপিং কোম্পানি মাল মজুত করতে ব্যবহার করত| দুটো গুদামই পুরোপুরি ভস্মীভূত | যদিও, অত্যন্ত ধোঁয়ার জন্য প্রথমে গুদামের ভেতর গিয়ে আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের |অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী | আগুন নেভানোর পর প্রায় দুই ঘণ্টা ধরে গোটা এলাকাজুড়ে শীতলীকরণ প্রক্রিয়া চলে |