Breaking News

মিঠুনের রোড শো-তে ‘না’,শেষ মুহূর্তে মিলল না পুলিশি অনুমতি,শ্রাবন্তীর নেতৃত্বে থানায় বিজেপি-র বিক্ষোভ,বেহালায় উত্তেজনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রস্তুতিই সার! অনুমতি না মেলায় বেহালার পর্ণশ্রীতে বাতিল হয়ে গেল বিজেপি নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড শো | অনুমতি না দেওয়ায় পর্ণশ্রী থানায় ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপি কর্মী সমর্থকরা |শনিবার দুই বেহালায় ভোটগ্রহণ | পূর্ব ও পশ্চিম বেহালা কেন্দ্রে দুই তারকা পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি|

আজ তাঁদের হয়ে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর | জানা গেছে, গতকাল দুপুর ১২টা নাগাদ সুবিধা অ্যাপে এই রোড শোয়ের জন্য বিজেপির তরফে আবেদন করা হয় | এরপর রাত ৮টা নাগাদ জানানো হয় যে রোড শোয়ের জন্য আবেদন মঞ্জুর করা যাচ্ছে না | শেষ মুহূর্তে রোড শোয়ের আবেদন বাতিল হওয়ায় তখন বিজেপির তরফে ‘ডোর টু ডোর’ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় | স্থানীয় পর্ণশ্রী থানায় সেই মর্মে আবেদন জানানো হয় | কিন্তু তাতেও মেলেনি অনুমতি | থানা থেকে ‘না’ বলা হয় | এর জেরেই শেষ মুহূর্তে বেহালায় বাতিল হয়ে যায় মিঠুন চক্রবর্তীর সামগ্রিক কর্মসূচি | কেন রোড শোয়ের অনুমতি মিলল না, তা এখনও স্পষ্ট নয় বলে দাবি বিজেপির | এই ঘটনায় সকাল থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় | এমনকি বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা|

থানায় ভিতরেও কর্মীরা ঢুকে পড়ে বলেও অভিযোগ | এই ঘটনায় বেহালা পশ্চিম-২ মণ্ডলের সভাপতি রবীন রায় জানিয়েছেন, “কাল সুবিধা অ্যাপের মাধ্যমে আবেদন জানিয়েছিলাম কিন্তু কেন অনুমতি মিলল না, তা স্পষ্ট নয় | ” এ বিষয়ে বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দাবি, “ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো | এত ভয় কিসের? আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব |” অন্যদিকে পুলিশের দাবি, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর জমায়েত হত | নিরাপত্তা দেওয়া কঠিন হত,যানজটও হত | তাই রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর | পুলিশের আরও দাবি, নির্বাচন কমিশনের কাছে অনুমতি চায়নি বিজেপি,তাই অনুমতি দেওয়া হয়নি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *