Breaking News

‘সেন্ট্রাল ফোর্সকে দোষ দিচ্ছি না, স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছে, যাও গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাও’ বলাগড়ে বললেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :-সিআরপিএফের কোনও দোষ নেই, বলাগড়ে নির্বাচনী সভায় বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় | এদিন তাঁর কথায়, “বিজেপির নির্দেশে জওয়ানরা অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন | কিন্তু ওদের কোনও দোষ নেই|” পাশাপাশি এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর | এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেন্ট্রাল ফোর্সকে দোষ দিচ্ছি না | স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছে, যাও গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাও | ভোটের ক্যাম্পেন শেষ হয়ে যাওয়ার পর গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছে | বলছে, বিজেপিকে ভোট দাও | এরকম ঘটলে থানার এফআইআর করুন | কোনও থানা এফআইআর না নিলে আমাদের বলবেন | দেখব কোন থানা এফআইআর নিচ্ছে না | কারও কোনও কথা শুনবেন না | লাইন দিয়ে গিয়ে ভোট দিয়ে আসবেন |’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলন, কেউ যদি বলে এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তবে জানবেন ওটা মিথ্যে কথা | শুধুমাত্র বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে | আর কোথাও নয় |’

এদিনের সভা থেকেও গ্যাস-পেট্রলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি | রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে মমতা বলেন, রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী দিয়েছে তৃণমূল কংগ্রেস | আপনারা তো কাজ দেখে ভোট দেবেন?সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায় | প্রতিটি ভোট দিতে হবে তৃণমূলে| তবেই আজীবন মিলবে বিনামূল্যে রেশন ও অন্যান্য সমস্ত প্রকল্পের সুবিধা|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *