Breaking News

ডোমজুড়ের বাঁকড়ায় মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে হামলার অভিযোগ,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- চতুর্থ দফার ভোটপ্রচারের শেষ লগ্নে ডোমজুড়ে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | এবার ‘মহাগুরু’র রোড শোয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ডোমজুড়ের বাঁকড়া এলাকা | বৃহস্পতিবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করতে গিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী | সুপারস্টারকে দেখার জন্য উৎসুক ছিলেন সাধারণ মানুষও | অভিযোগ, মিঠুন চক্রবর্তী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ির বেশ কিছুটা পিছনে একটি ম্যাটাডোরে কিছু বিজেপি সমর্থক ছিলেন | রোড শো চলাকালীন সেটিকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় | ইট লেগে ম্যাটাডোরের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ | তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই হামলা করেছে বলে অভিযোগ বিজেপি সমর্থকদের | বিশৃঙ্খলার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ ও কমব্যাট ফোর্স | কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা | যদিও অশান্তির আঁচ মিঠুন চক্রবর্তী পাননি | কারণ তাঁর ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি অনেকটাই এগিয়ে গিয়েছিল |পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে পুলিশ | রাস্তার পাশে থাকা তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় তারা | বিজেপির দাবি, তাদের রোড শো বানচাল করতেই হামলা চালিয়েছে তৃণমূল | এদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মিঠুনের রোড শোয়ে কোনও হামলা হয়নি | ওখানে আগে থেকেই একটি কাচ ভাঙা গাড়ি দাঁড় করানো ছিল | বিজেপির মিছিল সেখানে পৌঁছলে উত্তেজনা ছড়ায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *