Breaking News

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জের,মমতাকে দ্বিতীয়বার নোটিস নির্বাচন কমিশনের, জবাব দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে

দেবরীনা মণ্ডল সাহা :- কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জের | এ নিয়ে দ্বিতীয়বার| তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিস নির্বাচন কমিশনের | নির্বাচন কমিশনের তরফে নোটিসে জানানো হয়েছে গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতা বন্দোপাধ্যায় তার জেরেই নোটিস পাঠানো হয়েছে |যাতে উল্লেখ করা হয়েছে, বাহিনী নিয়ে মমতার মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ |কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন? তা ব্যাখ্যা করতে হবে তৃণমূলনেত্রীকে | এবং এই ব্যাখ্যা দিতে হবে ১০ এপ্রিলের মধ্যে | অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে কমিশনের নোটিসের জবাব দিতে হবে | তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে | গত ৭ এপ্রিল কোচবিহার উত্তরের সভায় তৃণমূল নেত্রী কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করতে এলে তার পাল্টা দেওয়ার পরামর্শ দেন মহিলা ভোটারদের |তাঁকে বলতে শোনা যায়, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন |আরেক দল ভোট দিতে যান | কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন |” এর আগে গত ২৮ মার্চও বাহিনী নিয়ে একই ধরনের মন্তব্য করার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে | যা নিয়ে প্রবল আপত্তি কমিশনের | দ্রুত তাঁকে এই মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে |কমিশনের চিঠির ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তুলে ধরে তাঁর সমালোচনা করা হয়েছে | বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক | এতে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, রাজ্য পুলিশেরও মনবল নষ্ট হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *